তাইওয়ানের ডিপার্টমেন্টাল স্টোরে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19692150_11.jpg)
তাইওয়ানের একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
বৃহস্পতিবার মধ্য-পশ্চিম শহর তাইচুংয়ে এ ঘটনা ঘটে।
তাইচুংয়ের মেয়র লু শিও-ইয়েন সাংবাদিকদের জানিয়েছেন, কমপক্ষে ছয়জন আহত হয়েছেন এবং আরো ছয়জন হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
ভিডিওতে দেখা যায় যে রাস্তায় বড় বড় ধ্বংসাবশেষ পড়ে আছে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং এএফপি কর্তৃক যাচাই করা ভিডিওতে বিস্ফোরণের মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায় ভবনের আস্তরণ এবং অন্যান্য ধ্বংসাবশেষ উড়ে যাচ্ছে এবং ভেতর থেকে ধুলো উড়ছে।
লু বলেন, তিনি সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সরকারি ভবনে কাজ করছিলেন এবং যেহেতু এটি শিন কং মিতসুকোশি ডিপার্টমেন্ট স্টোরের ঠিক পাশেই, তাই তিনি এসময় একটি কম্পন অনুভব করেছিলেন।
তিনি বলেন, বিস্ফোরণটি খুবই গুরুতর এবং বর্তমানে উদ্ধারকাজ চলছে।
সূত্র : এএফপি/বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা