পাকিস্তানের যৌথ নৌ মহড়ায় অংশ নিচ্ছে ইরান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩২
পাকিস্তানের সাথে যৌথ মহড়ায় অংশ নেবে ইরান। আগামীকাল শুক্রবার থেকে অনুষ্ঠেয় যৌথ মহড়ায় ইরানের একটি যুদ্ধজাহাজ অংশ নেবে। একইসাথে ইরানের নৌ বাহিনীর একটি প্রতিনিধিদল করাচিতে অবস্থান করবে এবং সমুদ্র বিষয়ক সংলাপে অংশ নেবে।
এই মহড়ার নাম দেয়া হয়েছে 'আমান-২০২৫'। দুই বছর পরপর পাকিস্তান আন্তর্জাতিক এই মহড়ার আয়োজন করে থাকে। আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে এই মহড়া শুরু হচ্ছে এবং ৫০টিরও বেশি দেশ এতে অংশ নেবে বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাকিস্তানের নৌ বাহিনী বলেছে, ২০২৩ সালের মহড়ায় ৫০টি দেশ অংশগ্রহণ করেছিল। আর এবার এর চেয়েও বেশি দেশ অংশ নিতে যাচ্ছে। আমান-২০২৫ মহড়ার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করা। মহড়ার পাশাপাশি অনুষ্ঠিত হবে আমান সংলাপ।
যেখানে সামুদ্রিক নিরাপত্তা, সামুদ্রিক অর্থনীতি এবং উদীয়মান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এই সংলাপে সামুদ্রিক দূষণ ও জলবায়ু পরিবর্তনও এবার বিশেষ গুরুত্ব পাবে। এর মাধ্যমে পাকিস্তান জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক দূষণ নিয়ে সচেতনতা বৃদ্ধি ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায় বলে ইসলামাবাদ জানিয়েছে।
সূত্র : পার্স টুডে