০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

মিয়ানমারে সেনাবাহিনীতে নিয়োগের যোগ্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মিয়ানমারে সেনাবাহিনীতে নিয়োগের যোগ্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা - ছবি : সংগৃহীত

মিয়ানমারে সেনাবাহিনীতে নিয়োগের যোগ্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্ষমতাসীন জান্তা সরকার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীতে নিয়োগের যোগ্য এমন নাগরিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছেন ক্ষমতাসীন জান্তা সরকার। গত মাসের শেষের দিকে এই বিষয়ক একটি আইন পাস করেছে তারা। আইন অনুযায়ী, যেসব পুরুষের বয়স ১৮ থেকে ৩৫ বছর এবং নারীর ১৮ থেকে ২৭ বছর, তারা সরকারের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না। নতুন এই নিষেধাজ্ঞা তাদের জন্য প্রযোজ্য হবে, যারা সেনাবাহিনীতে ডাক পেয়েছেন অথবা সামরিক পরিষেবা থেকে ছাড়, বরখাস্ত বা নিয়োগ স্থগিতের ঘটনায় আপিলের ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

উল্লেখ্য, চার বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে দেশটিতে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর থেকে গৃহযুদ্ধ চলছে। তখন থেকে দেশজুড়ে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্যদের সাথে লড়াইয়ে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জান্তা সরকার।

সূত্র : এএফপি/ব্যারনস


আরো সংবাদ



premium cement