১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১, ১৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভিয়েতনামে বিনোদন কেন্দ্রে আগুন, মৃত্যু ১১

ভিয়েতনামে বিনোদন কেন্দ্রে আগুন, মৃত্যু ১১ - সংগৃহীত

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি বিনোদন কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এতে অপর দু’জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে বোমা হামলায় এই আগুনের সূত্রপাত।

বৃহস্পতিবার পশ্চিম হ্যানয়ের এ ঘটনা ঘটে।

ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পশ্চিম হ্যানয়ের বহুতল ভবনের ওই বিনোদন কেন্দ্র আগুনের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় ভবনটির বিশাল অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ বলেছে, তারা স্থানীয় সময় রাত ১১টার দিকে আগুনের খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে ‘ভবনের ভেতরে আটকাপড়াদের’ উদ্ধারের চেষ্টা চালায়।

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাতজনকে জীবিত উদ্ধার করে। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১১ জনের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানায়, আগুনের ভয়াবহতা দেখে কেউ উদ্ধার কাজে অংশ নিতে সাহস পায়নি।

হ্যানয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশের ধারণা, বিনোদন কেন্দ্রটি সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়ে যায় এবং সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement