২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চিন্ময় দাসের গ্রেফতারে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির বিক্ষোভ

পশ্চিমবঙ্গের বিধানসভায় বিক্ষোভ করেছে বিজেপি - ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ছবি লাগানো প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে বিধানসভার বাইরে বেরিয়ে আসেন বিজেপির বিধায়করা। সেই পোস্টারে লেখা, ‘চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই’।

হিন্দু সন্ন্যাসীর এ গ্রেফতার নিয়ে বাংলাদেশের ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও করবে বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।

এ দিকে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে হিন্দুসহ অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।


আরো সংবাদ



premium cement