ট্রাম্পের সাথে কাজ করবেন শি, জানালেন বাইডেনকে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ নভেম্বর ২০২৪, ১৪:০৩
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কাজ ও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নিজের শেষ বৈঠকে এ কথা জানিয়েছেন জিনপিং।
শনিবার পেরুতে বার্ষিক এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা দু’জন বৈঠক করেন।
বৈঠকে বাইডেনের চার বছরের শাসনকালে সম্পর্কের ‘উত্থান-পতন’ও স্বীকার করেছেন দুই নেতা। কিন্তু দু’জনই বাণিজ্য এবং তাইওয়ানের মতো ইস্যুতে উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প দুই মাসের মধ্যে দায়িত্বে ফিরলে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আরো নাজুক হয়ে উঠতে পারে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে চীনকে একটি ‘কৌশলগত প্রতিদ্বন্দ্বী’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
মহামারি কোভিডের সময় যখন সাবেক এই প্রেসিডেন্ট কোভিডকে ‘চীনা ভাইরাস’ হিসেবে সংজ্ঞায়িত করেন, তখন সম্পর্কের আরো অবনতি হয়।
সূত্র : বিবিসি