০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন ৩ চীনা নভোচারি

ছয় মাস পর পৃথিবীতে ফিরলেন ৩ চীনা নভোচারি - সংগৃহীত

তিয়ানগং মহাকাশ স্টেশনে ছয় মাসেরও বেশি সময় ধরে অবস্থান করার পর তিন চীনা নভোচারি পৃথিবীতে ফিরে এসেছেন।

সোমবার ভোরে তারা পৃথিবীতে পৌঁছান বলে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে বেইজিং থেকে এএফপি জানায়।

সিনহুয়া জানায়, নভোচারি ইয়ে গুয়াংফু, লি কং এবং লি গুয়াংসু তাদের শেনঝো স্পেসশিপের রিটার্ন ক্যাপসুলের মাধ্যমে ইনার মঙ্গোলিয়ার ডংফেং ল্যান্ডিং সাইট স্পর্শ করেছে। তাদের সবারই ‘স্বাস্থ্য ভালো’ রয়েছে।

তিনজন পুরুষ নভোচারি এপ্রিলের শেষের দিকে তিয়ানগং মহাকাশ স্টেশনে গমন করেছিলেন এবং ৩০ অক্টোবর দেশের একমাত্র নারী মহাকাশযান প্রকৌশলীসহ তিনজন নতুন মহাকাশচারির সেখানে পৌঁছে পাঁচ দিনের হস্তান্তর প্রক্রিয়া শেষ করার পর তারা তাদের ফিরতি যাত্রা করেন।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে চীন ‘মহাকাশের স্বপ্ন’ অর্জনের পরিকল্পনা ত্বরান্বিত করেছে।

মানুষকে কক্ষপথে রাখার কর্মসূচিটি চীনের তৃতীয় মহাকাশ কার্যক্রম, এর আগে মঙ্গল ও চাঁদে দেশটির রোবোটিক রোভার অবতরণ করেছে।

তিনজন মহাকাশচারী নিয়ে গঠিত দল যাদের প্রতি তিন থেকে ছয় মাসে এই কর্মসূচির মূল কেন্দ্র তিয়াংগং মহাকাশ স্টেশনে ঘোরানো হয়।

এর মূল মডিউলটি ২০২১ সালে চালু করা হয় এবং এটি প্রায় ১০ বছর মেয়াদে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে।

বেইজিং বলছে, তারা ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর পথে রয়েছে। তারা চাঁদের পৃষ্ঠে একটি ভিত্তি তৈরি করতে চায়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement