ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৬ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৩
পূর্ব ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরিতে কয়েক দফা অগ্ন্যুৎপাতের ফলে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় চার-স্তরের সতর্কতা ব্যবস্থাকে সর্বোচ্চে স্তরে উন্নীত করা হয়েছে।
সোমবার ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এ তর্থ নিশ্চিত করেন। এর আগে, রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে।
ফ্লোরেসের জনপ্রিয় পর্যটন দ্বীপে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকির আশপাশের গ্রামগুলোতে ছাই এবং লাভার ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ লোকজনকে সরিয়ে নেয়।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি সোমবার কমপাস টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের সাথে আমাদের সমন্বয়ের ভিত্তিতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
এএফপির প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, আগ্নেয়গিরির কাছাকাছি গ্রামগুলো পুরু ছাইয়ে আবৃত, কিছু এলাকায় আগুন লেগেছে।
দেশটির আগ্নেয়গিরি সংস্থা সতর্কতা স্তরকে সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে এবং স্থানীয়দের এবং পর্যটকদেরকে অগ্ন্যুৎপাত কেন্দ্রের সাত কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কার্যক্রম না চালাতে বলেছে।
সোমবার সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাউন্ট লেওটোবি লাকি-লাকিতে আগ্নেয়গিরির কার্যকলাপ উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।’
এটি সতর্ক করে দেয় যে বৃষ্টির কারণে লাভা স্রোতের বৃদ্ধির আশঙ্কা রয়েছে এবং আগ্নেয়গিরির ছাইয়ের প্রভাব এড়াতে স্থানীয়দের মাস্ক পরতে বলা হয়েছে।
জানুয়ারি মাসে পর্বতটিতে বেশ কয়েকটি বড় ধরনের অগ্ন্যুৎপাত হয়েছিল, যার কারণে ওই সময়ে কর্তৃপক্ষ সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করে এবং কমপক্ষে দুই হাজার বাসিন্দাকে সরে যেতে অনুরোধ করে।
ইন্দোনেশিয়া, একটি বিস্তীর্ণ দ্বীপপুঞ্জের দেশ, প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর অবস্থানের কারণে ঘন ঘন অগ্ন্যুৎপাতের সম্মুখীন হয়। এটি তীব্র আগ্নেয়গিরি এবং ভূমিকম্প প্রবন একটি এলাকা।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা