জাপানে ভারী বৃষ্টির কারণে ২ লাখ মানুষকে সরে যাওয়ার আহ্বান
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ নভেম্বর ২০২৪, ১৪:১৭
গ্রীষ্মমণ্ডলীয় ঝড়, ভূমিধস ও বন্যার বিষয়ে সতর্কতা জারি থাকায় পশ্চিম জাপানে প্রায় ২ লাখ লোককে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
শনিবার জাপানের আবহাওয়া সংস্থা বলেছে, ‘উষ্ণ ও আর্দ্র বায়ু পশ্চিম জাপানে বজ্রঝড়সহ ভারী বৃষ্টিপাত ঘটাচ্ছে’।
শহরের একজন কর্মকর্তা বলেন, মাতসুয়ামা শহর ‘শীর্ষ-স্তরের সতর্কতা জারি করেছে। এর ১০টি জেলার ১ লাখ ৮৯ হাজার ৫৫২ জন বাসিন্দাকে সরে যেতে এবং অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।’
জাপানের সর্বোচ্চ-স্তরের সতর্কতা তখনই জারি করা হয় যখন এটি অত্যন্ত আশঙ্কাজনক হয় যে ইতোমধ্যেই কোনো ধরনের বিপর্যয় ঘটেছে।
পূর্বাভাসকারীর সতর্ক করেছেন, শনিবার পশ্চিম জাপান এবং রোববার পূর্ব জাপানে ভূমিধস ও বন্যার প্রভাব পড়তে পারে।
বৃষ্টির কারণে, টোকিও এবং দক্ষিণ ফুকুওকা অঞ্চলের মধ্যে চলাচলকারী শিনকানসেন বুলেট ট্রেনগুলো সকালে স্থগিত করা হয়েছিল পরে বিলম্বিত সময়সূচিতে পুনরায় চালু করা হয়।
কয়েক দশকের মধ্যে দ্বীপে আঘাত হানা সবচেয়ে বড় ঝড়গুলোর মধ্যে একটি হিসাবে বৃহস্পতিবার কং-রে তাইওয়ানে আঘাত হানে।
এতে কমপক্ষে দু’জন প্রাণ হারায় এবং কয়েক হাজার পরিবারের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা