০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

জাপান ও ইইউ’র মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির ঘোষণা

জাপান ও ইইউ’র মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তির ঘোষণা - সংগৃহীত

জাপান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শুক্রবার টোকিওতে নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক নতুন অংশীদারিত্বের ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল একে একটি ঐতিহাসিক ও ‘খুব সময়োপযোগী’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

বোরেল ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়া চুক্তিপত্রের মোড়ক উন্মোচন করেন। যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্প ও মহাকাশ নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদান-প্রদান ও অন্যান্য বিষয়ে সমন্বয় গড়ে তুলতে এই চুক্তি।

বোরেল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের মধ্যে এই নিরাপত্তা ও প্রতিরক্ষাগত অংশীদারিত্বের সিদ্ধান্তের কথা ঘোষণা করতে মন্ত্রী আইওয়ার সাথে এখানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত খুশি।’

বোরেল সংবাদদাতাদের বলেন, ‘আমরা ভীষণ বিপজ্জনক বিশ্বে বসবাস করছি’ এবং ‘আমাদের উভয়ের অঞ্চলের পরিস্থিতির নিরিখে এই রাজনৈতিক চুক্তি ক্রমশ তৈরি হওয়া হুমকিকে মিলিতভাবে সামলাতে আমাদের সক্ষমতাকে আরো গভীর করবে।’

তিনি চীনের কথা উল্লেখ করেননি, তবে জাপান আগে তাদের প্রতিবেশী দেশকে সবচেয়ে বড় নিরাপত্তাগত চ্যালেঞ্জ বলে অভিহিত করেছে কেন না বেইজিং এই অঞ্চলে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে।

টোকিওর বৈঠকের পর বোরেল দক্ষিণ কোরিয়ায় রওনা হয়েছেন। সেখানে কর্মসূচির শীর্ষে থাকবে উত্তর কোরিয়া নিয়ে উদ্বেগ।

যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ায় হাজার হাজার উত্তর কোরীয় সৈন্য মোতায়েন করা হয়েছে এবং এই সৈন্যরা ইউক্রেনে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল