২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

মস্কো থেকে উত্তর কোরীয় সৈন্য প্রত্যাহার, সিউলে রুশ রাষ্ট্রদূতকে তলব

- ছবি : বাসস

ইউক্রেনে মস্কোর যুদ্ধকে সমর্থন দেয়ার জন্য হাজার হাজার সৈন্য পাঠানোর পিয়ংইয়ংয়ের সিদ্ধান্তের কঠোর সমালোচনার জন্য দক্ষিণ কোরিয়া সোমবার সিউলে রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে উত্তর কোরীয় সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

উত্তর কোরিয়ার স্পেশাল ফোর্সের প্রায় দেড় হাজার সৈন্য ইতোমধ্যে রাশিয়ায় রয়েছে। সিউলের গোয়েন্দা সংস্থা শুক্রবার জানিয়েছে, শিগগির এসব সৈন্য সন্মুখ সারিতে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আরো অতিরিক্ত সৈন্য রাশিয়ায় প্রবেশ করবে। দেশের বাইরে পিয়ংইয়ংয়ের সেনা মোতায়েনের এটাই প্রথম ঘটনা।

দক্ষিণ কোরিয়া দীর্ঘ দিন থেকে দাবি করে আসছে যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য পরমাণু সশস্ত্র উত্তর কোরীয় সৈন্য রাশিয়ায় প্রবেশ করছে। রুশ প্রেসিডেন্টের সাথে গত জুন মাসে কিম জং উনের একটি সামরিক চুক্তি স্বাক্ষরের পর এসব সৈন্য মস্কোতে প্রবেশ করেছে।

দক্ষিণ কোরিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী কিম হং-কাইয়ুন রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভকে বলেছেন, ‘সিউল সাম্প্রতিক সময়ে মস্কোতে উত্তর কোরীয় সৈন্য পাঠানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে উত্তর কোরীয় সৈন্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট সহযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।’

কিম দক্ষিণ কোরিয়ায় রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিয়েভকে বলেছেন, ‘এ ধরনের উদ্যোগ শুধু দক্ষিণ কোরিয়া নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্যও হুমকি।’

তিনি জোর দিয়ে বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপগুলো নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব এবং জাতিসঙ্ঘ সনদের গুরুতর লঙ্ঘন।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
সেই আহসান কিবরিয়া অবশেষে বদলি কর্মকর্তাদের উচ্ছ্বাস নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ ‘হেফাজত অরাজনৈতিক অবস্থান দৃঢ়তার সাথে বজায় রাখবে’ ঘূর্ণিঝড় ‘ডানা’ কবে-কোথায় আঘাত হানতে পারে? রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ওয়াশিংটন আবুধাবি ও মস্কোতে রাষ্ট্রদূতদের চুক্তি বাতিল জনসম্পৃক্ততায় ট্রাফিক শৃঙ্খলার উন্নতি সম্ভব স্বাস্থ্য অধিদফতরের নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বে ৩ ডাক্তার আহত বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের রাস্তা দেখেন : হাসনাত আবদুল্লাহ ববিতে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

সকল