২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩০, ১৭ রবিউস সানি ১৪৪৬
`

ফিলিপাইনের আদালতে ১৭ উগ্রবাদীর যাবজ্জীবন কারাদণ্ড

ফিলিপাইনের আদালতে ১৭ উগ্রবাদীর যাবজ্জীবন কারাদণ্ড - ছবি : বাসস

প্রায় ২৫ বছর আগে মালয়েশিয়ায় বিদেশী ও ফিলিপিনো নাগরিকদের অপহরণের দায়ে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট উগ্রবাদী গোষ্ঠীর ১৭ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ফিলিপাইনের বিচার বিভাগ সোমবার এ কথা জানায়।

ম্যানিলা থেকে এএফপি জানায়, ২০০০ সালের এপ্রিলে ইসলামপন্থী গোষ্ঠী আবু সায়াফের সদস্যরা মালয়েশিয়ার দ্বীপ সিপাদানের একটি অবকাশ রিসোর্ট থেকে বন্দুকের গুলিতে ২১ জনকে অপহরণ করে।

কয়েক মিলিয়ন ডলার মুক্তিপণ না দেয়া পর্যন্ত বন্দীদের ম্যানিলার প্রায় ৯৫৫ কিলোমিটার দক্ষিণে জোলোর জঙ্গলে কয়েক মাস বন্দী করে রাখা হয়। তাদের মধ্যে ফিলিপাইন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, লেবানন, মালয়েশিয়া এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও ছিলেন।

অপহরণ ও মুক্তিপণসহ গুরুতর অবৈধ আটকের ২১টি অভিযোগের মধ্যে ১৬ অক্টোবর ১৭ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। এএফপির দেখা ১৫৭ পৃষ্ঠার সিদ্ধান্তে বলা হয়েছে, প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

দোষী সাব্যস্তদের মধ্যে দু’জন হিলারিয়ন দেল রোজারিও সান্তোস-৩ এবং রেডেন্ডো কেইন ডেলোসা জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement