২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কিমের সাথে ‘সহযোগিতা আরো গভীর করার’ প্রতিশ্রুতি শি’র

কিমের সাথে ‘সহযোগিতা আরো গভীর করার’ প্রতিশ্রুতি শি’র - ছবি : বাসস

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রোববার তার উত্তর কোরিয়ার সমকক্ষ কিম জং উনকে বলেছেন, বেইজিং পিয়ংইয়ংয়ের সাথে ‘বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আরো গভীর করার’ প্রত্যাশা করছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে দুই নেতা বার্তা বিনিময় করেন।

চীন এবং উত্তর কোরিয়া ঐতিহ্যগতভাবে সমাজতান্ত্রিক মিত্র এবং বেইজিং দীর্ঘদিন ধরে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন পিয়ংইয়ং সরকারকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করে আসছে।

উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে শি এবং কিম রোববার অভিনন্দন বার্তা বিনিময় করেন।

বেইজিং থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বার্তায় শি বলেন, ‘কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে, বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান ও সহযোগিতাকে গভীর করতে এবং ঐতিহ্যবাহী দ্বিপক্ষীয় বন্ধুত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চীন উত্তর কোরিয়ার সাথে কাজ করতে ইচ্ছুক।’

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি আরো বলেন, ‘বেইজিং এবং পিয়ংইয়ং ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে এগিয়ে নিতে এবং আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখতে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।’

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে যে কিম বলেছেন, ‘পিয়ংইয়ং উত্তর কোরিয়া এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ককে সুসংহত ও বিকাশের জন্য অব্যাহতভাবে চেষ্টা করবে।’

কোভিড-১৯ মহামারী চলাকালীন কয়েক বছর ধরে আরোপিত সীমান্ত বিধি-নিষেধের অবসানের পর থেকে চীন এবং উত্তর কোরিয়া কূটনীতির গতি বাড়িয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, পিয়ংইয়ং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং তার সামরিক ও ক্ষয়িষ্ণু অর্থনীতির চাপ কাটিয়ে উঠতে চীনা সংস্থা এবং ব্যাংকগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল।

ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান হামলা সমর্থন করে কিমের উত্তর কোরিয়া দেশটির প্রধান মিত্র রাশিয়ার কাছাকাছি আসায় সাম্প্রতিক মাসগুলোতে চীনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আপাতদৃষ্টিতে জটিল হয়ে উঠেছে। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ডিজি-মার্ক সল্যুশন এবং জেটকেটেকোর ‘রোড টু এআই’ এবং পার্টনার মিট ২০২৪’ অনুষ্ঠিত দাগনভূঞা ও সোনাগাজীতে বিএনপির আহবায়ক কমিটি সাংবাদিক তুরাব ছিলেন সত্যের পক্ষে, মানবতার পক্ষে : সেলিম উদ্দিন নাটোরের সেই তরুণ দাস মন্দিরের পাহারাদার নয়, ছিলেন মানসিক ভারসাম্যহীন ভবঘুরে সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত : মোবারক হোসাইন নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র! হাসিনা যত টাকা লুট করে নিয়ে গেছে তা দিয়ে ১০০টি পদ্মা সেতু তৈরি করা যেত : টুকু খুলনায় হত্যাসহ ৪ মামলায় সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর কারো লুটপাটের দায়ভার আমি নেব না : মেজর হাফিজ ‘যারা চাঁদাবাজি ও দখলবাজি করছে দেশের মানুষ তাদেরকেও বর্জন করবে’

সকল