বইমেলায় ৮ ও ১৫ ফেব্রুয়ারি সময় পরিবর্তন হচ্ছে, থাকছে না শিশুপ্রহর
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাজনিত কারণে আগামী ৮ ফেব্রুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হবে সকাল ১১টার পরিবর্তে দুপুর ২টায়। এই দুই দিন থাকবে না পূর্বঘোষিত শিশুপ্রহর।
বইমেলা ২০২৫-এর ষষ্ঠ দিনে মেলায় আজ নতুন বই এসেছে ৮০টি। বইমেলার শুরু থেকে কবিতার বইয়ের সংখ্যা বাড়লেও দৃশ্যমান ছিল গল্প ও উপন্যাসের সংখ্যাও। আজ গল্প ১১টি, উপন্যাস ১৩টি, কবিতা ২২টি, ভ্রমণ ১টি, ইতিহাস ৪টি, চিকিৎসা বা স্বাস্থ্য ১টি, ভাষা ২টি, ধর্মীয় ১টি,অনুবাদ ১টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ৪টি, রচনাবলি ১টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ১টি, বিজ্ঞান ২টি, প্রবন্ধ ২টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ৮টি।
এদিকে, আগামীকাল ৭ ফেব্রুয়ারি শুক্রবার বইমেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।
অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. আবদুস সাত্তার।
অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
বইমেলায় নির্ধারিত অনুষ্ঠানে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : গোলাম মুরশিদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সামজীর আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করবেন স্বরোচিষ সরকার এবং গাজী মো: মাহবুব মুর্শিদ। সভাপতিত্ব করবেন মোরশেদ শফিউল হাসান।
বৃহস্পতিবার মেলা শুরু হয় বিকেল ৩টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা