পেরুতে দাবানলে ১৫ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬
পেরুতে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে তিন হাজার হেক্টরের বেশি আবাদি জমি ও বন।
সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সিজার ভাসকুয়েজ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ১৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ১২৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।’
দাবানলে ক্ষতিগ্রস্তদের চিকিৎসার বিষয়ে কর্তৃপক্ষ সতর্ক থাকবে বলে আশ্বাস দেন তিনি।
মন্ত্রী আরো বলেন, দাবানলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেয়া চলমান থাকবে।
গত সপ্তাহের শেষে ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল ডিফেন্স (ইনডেসি) জানায়, এ বছর দেশটির ২৫টি অঞ্চলের মধ্যে ২৩টিতে ২২২টি দাবানলের ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫১টি এখনো সক্রিয়।
দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পর্যবেক্ষণ অব্যাহত রাখতে এবং স্থানীয় কর্তৃপক্ষ ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধনের জন্য সোমবার সেসব অঞ্চল পরিদর্শনে গিয়েছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা