০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

মাদুরোর প্রতি পদত্যাগের আহ্বান বিরোধী প্রার্থীর

- ছবি : বাসস

ভেনিজুয়েলায় বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুটিয়া নিকোলাস মাদুরোর প্রতি পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, ‘ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে তিনি প্রস্তুত।’

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় সাবেক কূটনীতিক গঞ্জালেস বলেন, ‘নিকোলাস মাদুরো, ভেনিজুয়েলাবাসী যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সম্মান জানান। আপনি এবং আপনার সরকার পদত্যাগ করুন। আলোচনার জন্যে আমি প্রস্তুত।’

তিনি আরো বলেন, ‘প্রতিদিন আপনি গণতান্ত্রিক উত্তরণে বাধা দিচ্ছেন। চরম সঙ্কটে থাকা দেশে স্বাধীনতাহীন ভেনিজুয়েলাবাসী দুর্ভোগে আছে। ক্ষমতা আঁকড়ে থাকলে মানুষের দুর্ভোগই কেবল বাড়বে। এখন আমাদের সময় এসেছে।’

উল্লেখ্য, ভেনিজুয়েলায় জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ ৪৪ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। তবে, বিরোধী দল মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে বর্ণনা করেছে।

তারা বলছে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ কমপক্ষে ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন।

এ পরিপ্রেক্ষিতে বিতর্কিত নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসে বিরোধীরা। নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পর দিনই ভেনিজুয়েলার রাজধানীতে এই বিক্ষোভ শুরু হয়। যা অব্যাহত রয়েছে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ২৫ জন নিহত এবং ১৯২ জন আহত হয়েছে। এছাড়া দুই হাজার ৪০০ লোককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট মাদুরো বিরোধীদের প্রতি অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ তুলে রোববার তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘তারা আমাদের কখনই পরাজিত করতে পারবে না। কারণ আমরা ইতিহাসের শক্তি, জাতিগত শক্তি এবং সৃষ্টিকর্তার শক্তি বহন করছি। আমরা জিতে গেছি।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু দূতাবাসের নিরাপত্তার বিষয়ে ভিয়েনা কনভেনশনে কী আছে? পাবনায় আগ্নেয়াস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩ আবারো সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন সিলেট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি : ৩ স্টেশনে বন্ধ আমদানি-রফতানি থাইল্যান্ডে বন্যায় প্রাণহানি বেড়ে ২৫

সকল