০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

মাদুরোর প্রতি পদত্যাগের আহ্বান বিরোধী প্রার্থীর

- ছবি : বাসস

ভেনিজুয়েলায় বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুটিয়া নিকোলাস মাদুরোর প্রতি পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, ‘ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে তিনি প্রস্তুত।’

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় সাবেক কূটনীতিক গঞ্জালেস বলেন, ‘নিকোলাস মাদুরো, ভেনিজুয়েলাবাসী যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সম্মান জানান। আপনি এবং আপনার সরকার পদত্যাগ করুন। আলোচনার জন্যে আমি প্রস্তুত।’

তিনি আরো বলেন, ‘প্রতিদিন আপনি গণতান্ত্রিক উত্তরণে বাধা দিচ্ছেন। চরম সঙ্কটে থাকা দেশে স্বাধীনতাহীন ভেনিজুয়েলাবাসী দুর্ভোগে আছে। ক্ষমতা আঁকড়ে থাকলে মানুষের দুর্ভোগই কেবল বাড়বে। এখন আমাদের সময় এসেছে।’

উল্লেখ্য, ভেনিজুয়েলায় জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ ৪৪ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন। তবে, বিরোধী দল মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে বর্ণনা করেছে।

তারা বলছে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ কমপক্ষে ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন।

এ পরিপ্রেক্ষিতে বিতর্কিত নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসে বিরোধীরা। নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পর দিনই ভেনিজুয়েলার রাজধানীতে এই বিক্ষোভ শুরু হয়। যা অব্যাহত রয়েছে। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ২৫ জন নিহত এবং ১৯২ জন আহত হয়েছে। এছাড়া দুই হাজার ৪০০ লোককে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, প্রেসিডেন্ট মাদুরো বিরোধীদের প্রতি অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ তুলে রোববার তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘তারা আমাদের কখনই পরাজিত করতে পারবে না। কারণ আমরা ইতিহাসের শক্তি, জাতিগত শক্তি এবং সৃষ্টিকর্তার শক্তি বহন করছি। আমরা জিতে গেছি।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

সকল