০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত - ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলোতে শুক্রবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে এর ৬২ আরোহীর সবাই নিহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবোনিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ৫৮ জন যাত্রীকে নিয়ে সাও পাওলোয় গুয়ারুলহোসের দিকে যাচ্ছিল এটিআর-৭২ বিমানটি। ভোয়েপাস সংস্থার বিমানটি কাসকেভেল থেকে সাও পাওলোতে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনাটি ঘটেছে। ভিনহেডো শহরের জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়েছে। ভেঙে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায়। ফরাসি-ইতালি কোম্পানির নির্মাণ করা বিমানটিতে থাকা পাইলট ও বিমানকর্মীসহ ৬২ জনেরই মৃত্যু হয়।

বিমানটি ভেঙে পড়ার পর আগুন লাগার বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাঝ আকাশ থেকে একটি বিমান ঘুরতে ঘুরতে নিচের দিকে নামছে। তার পর সেটা গিয়ে একটি জনবহুল এলাকায় পড়ে। সাথে সাথে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের লেলিহান শিখাও চোখে পড়ে। প্রাথমিক অনুমান, ওই বিমান দুর্ঘটনার কারণেই আগুন ধরেছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সাও পাওলো শহরের দমকল বিভাগ এবং পুলিশ। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে রয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার যা ছবি সামনে আসছে, তা ভয়াবহ। এই দুর্ঘটনার জেরে বিমানে উপস্থিত ৬২ জনেরই মৃত্যু হয়।

ব্রাজিলের বেসামিরক বিমান সংস্থা জানিয়েছে, বিমানটি ২০১০ সালে নির্মাণ করা হয়েছিল। এটি পরিচালনাগত দিক থেকে ভালো অবস্থায় ছিল। এর নিবন্ধনও বৈধ ছিল। এর চার ক্রু সদস্যের যথাযথ লাইসেন্স এবং বৈধ যোগ্যতাপত্রও ছিল।

সূত্র : বিবিসি এবং অন্যান্য

 


আরো সংবাদ



premium cement
এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু দূতাবাসের নিরাপত্তার বিষয়ে ভিয়েনা কনভেনশনে কী আছে? পাবনায় আগ্নেয়াস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক ৩ আবারো সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন সিলেট সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি : ৩ স্টেশনে বন্ধ আমদানি-রফতানি থাইল্যান্ডে বন্যায় প্রাণহানি বেড়ে ২৫

সকল