০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত

ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ৬২ জন নিহত - ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলোতে শুক্রবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলে এর ৬২ আরোহীর সবাই নিহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবোনিউজের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ৫৮ জন যাত্রীকে নিয়ে সাও পাওলোয় গুয়ারুলহোসের দিকে যাচ্ছিল এটিআর-৭২ বিমানটি। ভোয়েপাস সংস্থার বিমানটি কাসকেভেল থেকে সাও পাওলোতে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনাটি ঘটেছে। ভিনহেডো শহরের জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়েছে। ভেঙে পড়ার সাথে সাথেই আগুন ধরে যায়। ফরাসি-ইতালি কোম্পানির নির্মাণ করা বিমানটিতে থাকা পাইলট ও বিমানকর্মীসহ ৬২ জনেরই মৃত্যু হয়।

বিমানটি ভেঙে পড়ার পর আগুন লাগার বেশ কিছু ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাঝ আকাশ থেকে একটি বিমান ঘুরতে ঘুরতে নিচের দিকে নামছে। তার পর সেটা গিয়ে একটি জনবহুল এলাকায় পড়ে। সাথে সাথে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের লেলিহান শিখাও চোখে পড়ে। প্রাথমিক অনুমান, ওই বিমান দুর্ঘটনার কারণেই আগুন ধরেছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে সাও পাওলো শহরের দমকল বিভাগ এবং পুলিশ। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে রয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনো স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার যা ছবি সামনে আসছে, তা ভয়াবহ। এই দুর্ঘটনার জেরে বিমানে উপস্থিত ৬২ জনেরই মৃত্যু হয়।

ব্রাজিলের বেসামিরক বিমান সংস্থা জানিয়েছে, বিমানটি ২০১০ সালে নির্মাণ করা হয়েছিল। এটি পরিচালনাগত দিক থেকে ভালো অবস্থায় ছিল। এর নিবন্ধনও বৈধ ছিল। এর চার ক্রু সদস্যের যথাযথ লাইসেন্স এবং বৈধ যোগ্যতাপত্রও ছিল।

সূত্র : বিবিসি এবং অন্যান্য

 


আরো সংবাদ



premium cement
যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

সকল