২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জলবায়ু সঙ্কটে ব্রাজিলে ২০২৪ সালে শস্য উৎপাদন কমবে ৫.৯ শতাংশ

জলবায়ু সঙ্কটে ব্রাজিলে ২০২৪ সালে শস্য উৎপাদন কমবে ৫.৯ শতাংশ - ছবি : ইউএনবি

খারাপ আবহাওয়ার কারণে ব্রাজিলের বেশ কয়েকটি অংশে ২০২৪ সালের শস্য উৎপাদন ২০২৩ সালের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ কমে যাবে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইবিজিই)।

বৃহস্পতিবারের (১৩ জুন) আইবিজিইর প্রতিবেদন অনুসারে, আবাদি জমি দশমিক ৬ শতাংশ বাড়া সত্ত্বেও এই বছর খাদ্যশস্য, শিম ও তেলবীজের উৎপাদন মোট ২৯৬ দশমিক ৮ মিলিয়ন টন হবে বলে আশা করা হচ্ছে। যা গত বছরের ফসলের চেয়ে ১৮ দশমিক ৬ মিলিয়ন টন কম।

সরকারি এই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে,‘উৎপাদন কমে যাওয়ার এই চিত্র ২০২৩ ও ২০২৪ সালে ঘটে যাওয়া জলবায়ু সমস্যার প্রভাবকে তুলে ধরে। ফসল রোপণ এবং মধ্য-পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়া থেকে শুরু করে উচ্চ তাপমাত্রার কারণে কিছু ফসলের চক্রকে সংক্ষিপ্ত করে এবং ফসলের উৎপাদনশীলতা কমিয়ে ফেলে।’

দক্ষিণ আমেরিকার দেশটির শীর্ষ তিনটি কৃষি পণ্য হলো ধান, ভুট্টা ও সয়াবিন। এটি আনুমানিক মোট উৎপাদনের ৯১ দশমিক ৫ শতাংশ এবং চাষ করা জমির ৮৭ দশমিক ২ শতাংশের প্রতিনিধিত্ব করে।

এতে আরও বলা হয়েছে, আবহাওয়াজনিত সমস্যার কারণে সয়াবিন ও ভুট্টা উৎপাদন উভয়ই হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে চলতি ২০২৪ সালে কম উৎপাদনশীলতার দিকে পরিচালিত করবে এটি।

সূত্র : সিনহুয়া/ইউএনবি


আরো সংবাদ



premium cement
দূষিত বাতাসের শহরের তালিকায় চতুর্থ ঢাকা প্রধান উপদেষ্টাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন ট্রাম্প মনোনীত বিশেষ দূতের ইমরান খানের পক্ষের টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা ভারত ও চীনের সম্পর্কের বরফ এ বছর গলতে শুরু করেছে বে-টার্মিনালে দিনে ক্ষতি ১০ লাখ ডলার আরাফাতের জানাজায় আন্দোলনে আহত শিক্ষার্থীরা প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি : যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না : ফখরুল হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হলো না আরাফাতের ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ

সকল