মেক্সিকোতে বাস উল্টে নিহত ১৪
- অনলাইন প্রতিবেদক
- ২৯ এপ্রিল ২০২৪, ১৬:৪৬
মেক্সিকোতে সড়কের ওপর একটি বাস উল্টে কমপক্ষে নিহত ১৪ এবং ৩১ জন আহত হয়েছে।
রোববার রাজধানীর উপকণ্ঠে মেক্সিকো রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা সচিবালয়।
তারা জানায়, সড়ক দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৪ জন নিহত এবং অপর ৩১ জন আহত হয়েছে।
জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেয়া তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। গত ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য সান লুইস পোটোসিতে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারায়। এদের মধ্যে চার শিশু ছিল।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি ট্রাক পায়ে হেঁটে চলা অভিবাসীদের ওপর উঠে যাওয়ায় তাদের মধ্যে তিনজন নিহত হয়।
দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা