২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমেরিকায় গুলিতে নিহত ৭, আটক হামলাকারী

সন্দেহভাজন হামলাকারীকে মাটিয়ে শুইয়ে ফেলে আটক করা হচ্ছে। - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৪৮ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফা এলোপাথাড়ি গোলাগুলিতে সাতজন নিহত হয়েছেন। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

গোলাগুলির ঘটনায় ওই অঙ্গরাজ্যের গভর্নর দেশের অস্ত্র আইন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। গভর্নর ডেমোক্র্যাট গ্যাভিন নিউসম বলেন, বিপুল সংখ্যক লোকের হাতে যুদ্ধের অস্ত্র থাকার কোনো যুক্তি থাকতে পারে না।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন রয়েছে ক্যালিফোর্নিয়ায়। তা সত্যেও নির্বিচারে গোলাগুলির সর্বশেষ ঘটনায় সান ফ্রান্সিসকোর দক্ষিণে হাফ মুন বে এলাকায় সাতজন এশীয়-আমেরিকান খামার শ্রমিক নিহত হয়েছে।

এই ঘটনায় চুনলি ঝাও (৬৭) নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলা চালানোর পর তিনি স্থানীয় থানায় গেলে পুলিশ তাকে আটক করে।

এর আগে চীনা নববর্ষ উদযাপনের সময় হাফ মুন বে-এর দক্ষিণ পূর্বে মন্টেরি পার্ক এলাকায় আরেক হামলার ঘটনায় ১১ জন নিহত হয়। এর মাত্র এক সপ্তাহ আগে লস অ্যাঞ্জেলসের দক্ষিণে গোশেন নামে এক জায়গায় এক তরুণী মা ও শিশুসহ ছয়জন নিহত হয়।

টুইটারে পোস্ট করে গভর্নর নিউসম জানান, মন্টেরি পার্কে গুলির শিকার ব্যক্তিদের সাথে হাসপাতালে বৈঠক চলার মাঝেই তাকে দ্বিতীয় হামলার খবর দেয়া হয়।

তিনি এ ঘটনাকে ’ট্র্যাজেডির পর ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement