২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রাজিলের লেখক নেলিদা পিনন মারা গেছেন

- ছবি - ইন্টারনেট

ব্রাজিলের লেখক নেলিদা পিনন আর নেই। গতকাল শনিবার ৮৫ বছর বয়সে তিনি মারা যান।

তার প্রকাশনা সংস্থা এ খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, লিসবনের এক হাসপাতালে নেলিদা পিনন আজ (শনিবার) মারা গেছেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নেলিদা’র লাশ ব্রাজিলে নিয়ে যাওয়া হবে। তাকে রিও ডি জানেরিও’র ব্রাজিলিয়ান অ্যাকাডেমি অব লেটার্স (এবিএল)-এর সমাধিতে সমাহিত করা হবে।

এবিএল প্রেসিডেন্ট মারভাল পেরেইরা বলেছেন, তার মৃত্যু ব্রাজিলিয়ান সাহিত্যের জন্য বড় ধরনের ক্ষতি। তিনি সম্ভবত জীবন্ত ব্রাজিল লেখকদের মধ্যে সেরা ছিলেন।

নেলিদা পিনন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যের অবদানের জন্যে ২০০৫ সালে প্রিন্স অব আস্তুরিয়াস পুরস্কার পান। এ পুরষ্কার নোবেলের সমতূল্য। তার ২০টি বই প্রকাশিত হয়েছে। তার লেখা বিশ্বের ৩০টি ভাষায় অনূদিত হয়েছে।

নেলিদা পিনন ব্রাজিলিয়ান অ্যাকাডেমি অব লেটার্সে ১৯৮৯ সালে যোগ দেন। এর সাত বছর পর তিনি অ্যাকাডেমির সভাপতি হন। অ্যাকাডেমির প্রথম নারী সভাপতি ছিলেন তিনিই।


আরো সংবাদ



premium cement

সকল