২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রাজিলে নির্বাচনের আর ১১ দিন বাকি

ব্রাজিলে নির্বাচনের আর ১১ দিন বাকি -

ব্রাজিলে দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি রয়েছে। এবারের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার সাথে প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর জয়-পরাজয়ের ব্যবধান কমে এসেছে।

বুধবার প্রকাশিত নতুন এক মতামত জরিপ থেকে এ তথ্য জানা গেছে।

ডেটাফোলহা ইনস্টিটিউট পরিচালিত নতুন জরিপে অংশগ্রহণকারী ভোটারদের ৫২ শতাংশ বামপন্থী প্রার্থী লুলাকে এবং ৪৮ শতাংশ ভোটার কট্টর ডানপন্থী প্রার্থী বোলসোনারোকে সমর্থন জানান। এক সপ্তাহ আগে চালানো জরিপে এ ব্যবধান কিছুটা বেশি ছিল। ওই জরিপে ৫৩ শতাংশ ভোটার লুলাকে এবং ৪৭ শতাংশ ভোটার বোলসোনারোকে সমর্থন জানিয়েছিলেন।

ডেটাফোলহা ইনস্টিটিউট জানায়, জরিপে অংশ নেয়াদের পাঁচ শতাংশ কাউকেই ভোট না দেয়ার কথা জানান। তারা এ হিসাবের বাইরে রয়েছেন।

গত ২ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনে লুলা ৪৮ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। এ নির্বাচনে বোলসোনারো ৪৩ শতাংশ ভোট পান। দেশটিতে আগামী ৩০ অক্টোবর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: বাসস


আরো সংবাদ



premium cement