২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পেরুতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

পেরুতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু -

পেরুতে সোমবার মাঙ্কিপক্সে আক্রান্ত এক রোগী মারা গেছেন। দেশটিতে এ রোগে আক্রান্ত এটি প্রথম মৃত্যুর ঘটনা। এদিকে এ পর্যন্ত পেরুতে ৩ শ’রও বেশি মানুষ এ রোগে সংক্রমিত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

লিমায় দোস ডি মায়ো হাসপাতালের পরিচালক এডুয়ার্দো ফরফান বলেন, ‘মারা যাওয়া ব্যক্তি রোগী ছিলেন। মাঙ্কিপক্সে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে এসেছিলেন। এইচআইভি/এইডস’র চিকিৎসা বন্ধ করে দেয়ার পর তার স্বাস্থ্য একেবারে দুর্বল হয়ে পড়ে।’

ফরফান বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে শরীরে পচন ধরে ৪৫ বছর বয়সী এ ব্যক্তি মারা যান।

পরিচালক বলেন, অন্যান্য শারীরিক জটিলতাসহ মাঙ্কিপক্সে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তিনি জানান, তার হাসপাতালে প্রতিদিন মাঙ্কিপক্সে আক্রান্ত প্রায় আট বা নয়জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত মে মাসে আফ্রিকার বাইরে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৮ হাজারের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
হেফাজত নেতাকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে স্মারকলিপি অটোরিকশাচালকদের কর্মসূচি স্থগিত, পুলিশের সাথে বৈঠক সোমবার ভারতে পালানোর সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা স্ত্রীসহ আটক রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্যতা সঙ্কট, ফেরি চলাচল ব্যাহত সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন সিইসি দ্বিতীয় দিনের মতো বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ মা‌টিরাঙ্গায় ট্রাক্টর উল্টে চালক নিহত নোয়াখালীতে বিএনপি নেতার খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ইন্দুরকানীতে বিএনপি নেতা আব্দুল লতিফ হাওলাদারের দাফন সম্পন্ন তুরস্কের রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক

সকল