কিমকে জবাব দিতে এবার মিসাইল ছুড়ল দ. কোরিয়া-যুক্তরাষ্ট্র
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জুন ২০২২, ১২:৩৬
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে জবাব দিতে যৌথভাবে আটটি মিসাইল নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র।
সোমবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফস জানান, একাধিক লক্ষ্যে মিসাইলগুলো নিক্ষেপ করা হয়। কিমকে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা জানায়। এর ফলে এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। যৌথভাবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া ভূমি থেকে মিসাইলগুলোর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। এই উৎক্ষেপণ স্পষ্ট দেখিয়ে দিচ্ছে যে, শত্রুপক্ষের শিবিরে নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম আমরা। শত্রু কমান্ড ও সাপোর্ট সিস্টেম আমাদের লক্ষ্যে রয়েছে।
রোববার ফিলিপাইন সাগরে আমেরিকার সাথে দক্ষিণ কোরিয়ার তিন দিনব্যাপী যৌথ মহড়ার জবাব দিতে ফের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার দাবি, দ্রুতই পারমাণবিক অস্ত্রের পরীক্ষাও করতে চলেছে উত্তর কোরিয়া। এর ফলে স্বাভাবিক ভাবেই বাড়ছে উদ্বেগ। ২০১৭ সালের নভেম্বরে শেষবার দক্ষিণ কোরিয়ার সাথে মহড়া দিতে দেখা গিয়েছিল আমেরিকাকে। প্রায় পাঁচ বছর পর আবারো দুই দেশের যৌথ মহড়া শেষ হয়েছে এক দিন আগেই। তারপরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া বুঝিয়ে দিল, যতই নিষেধাজ্ঞা চাপানো হোক, তারা তাদের পথেই চলবে।
দক্ষিণ কোরিয়া ও আমেরিকার দাবি, গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন কিম। এর আগে ২০০৬ সালে প্রথম বার পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছিল দেশটি। পরবর্তী ১১ বছরে ছয় বার তারা এমন পরীক্ষা করলেও ২০১৭ সালের সেপ্টেম্বরের পর আর এই ধরনের কোনো পরীক্ষা করেনি। কিন্তু এবার ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতে উদ্যোগ নিয়েছে উত্তর কোরিয়া। আসলে কিমের দেশ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি চায় আমেরিকার কাছ থেকে। বিশেষজ্ঞদের ধারণা, এভাবে ওয়াশিংটনের ওপরে চাপ প্রয়োগ করে কূটনৈতিক সুযোগ-সুবিধা আদায় করাই তাদের লক্ষ্য।
সূত্র : সংবাদ প্রতিদিন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা