ব্রাজিলে আরো লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৪৬
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৮
ব্রাজিলে শনিবার উদ্ধারকারী দল কাদা ও ধ্বংসাবশেষ থেকে আরো লাশ উদ্ধার করেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪৬। এদের মধ্যে ২৬টি শিশু রয়েছে।
উদ্ধারকারী দল পঞ্চম দিনের মতো তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। জীবিতদের উদ্ধারের ক্ষীণ আশা নিয়ে তারা কোদাল ও বেলচা দিয়ে কাদার মধ্যে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।
ব্রাজিলের রাজধানী থেকে উত্তরে অবস্থিত মনোরম পাহাড়ী শহর পেট্রোপলিসে গত মঙ্গলবার প্রবল বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধস দেখা দেয়। শহরের রাস্তাগুলো নদীতে রূপ নেয়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ২৪ জনকে উদ্ধার করে।
রিও ডি জেনিরোর পুলিশ শুক্রবার ২১৮ জনের নিখোঁজ থাকার কথা জানিয়েছিল।
প্রেসিডেন্ট জায়ের বলসনারো শুক্রবার দুর্গত এলাকা পরিদর্শনে যান। তিনি বলেন, শহরটির এতো বেশি ক্ষতি হয়েছে যে একে যুদ্ধ ক্ষেত্র বলে মনে হচ্ছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা