২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইকুয়েডরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭

ইকুয়েডরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭ - ছবি : সংগৃহীত

ইকুয়েডরে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় চলতি সপ্তাহে ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো ৫৩ জন। পৌরসভার কর্মকর্তারা শুক্রবার এ খবর জানান।

বন্যায় বাড়িঘর তলিয়ে গেছে, গাড়ি ভেসে গেছে। এছাড়া তীব্র বন্যার আকস্মিকতায় খেলার মাঠের ভলিবল খেলোয়াড় ও দর্শনার্থীও ভেসে গেছে।

কিউটোর নিরাপত্তা কর্মকর্তা গুইডো নুনেজ সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, দুজন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন।

কিউটোতে টানা ১৭ ঘণ্টার বৃষ্টিতে বন্যা দেখা দেয় এবং কাদায় রাস্তাঘাট, আবাদী এলাকা, ক্লিনিক, স্কুল ও পুলিশ কেন্দ্রসহ বিদ্যুৎ সরবরাহের সাব স্টেশন ক্ষতিগ্রস্ত হয়।

কিউটো মেয়র সান্টিয়াগো গার্ডারাস জানান, সোমবারের তুমুল বৃষ্টির কারণে স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি পাহাড়ি ঢলের সৃষ্টি হয়। ওই দিন প্রতি বর্গ মিটারে ৭৫ লিটার করে বৃষ্টি হয় যা ২০০৩ সালের পর আর হয়নি। এটি রেকর্ডসৃষ্টিকারী।

কিউটোতে এ প্রাণহানির কারণে তিন দিনের শোক পালন করা হয়েছে। শহরটিতে ২৭ লাখ লোকের বসবাস।

ইকুয়েডরের ২৪ প্রদেশের ২২টিতেই অক্টোবর থেকে প্রবল বৃষ্টির কারণে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা

সকল