২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গবেষণা রিপোর্ট : যুদ্ধের চেয়ে আত্মহত্যায় বেশি মার্কিন সেনা মারা গেছে

নিহত মার্কিন সেনাদের সমাধিক্ষেত্র - ছবি সংগৃহীত

আমেরিকার এক নতুন গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর থেকে কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে দেশে দেশে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত যত সেনা যুদ্ধের কারণে মারা গেছে তার চেয়ে চারগুণ সেনা মারা গেছে আত্মহত্যার মাধ্যমে।

‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’ নামে একটি সংস্থা সোমবার এই রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, প্রায় ৩০ হাজার ১৭৭ জন পক্ষাঘাতগ্রস্ত মার্কিন নিয়মিত এবং যুদ্ধ-ফেরত সেনা আত্মহত্যা করেছে যেখানে যুদ্ধের কারণে মারা গেছে সাত হাজার ৫৭ জন সেনা। মার্কিন সেনা মৃত্যুর এই হারের চেয়ে আত্মহত্যায় মার্কিন সেনা নিহতের সংখ্যা ৪.২৮ ভাগ বেশি।

এ সম্পর্কে মার্কিন সেনা সদর দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমাদের সামরিক বিভাগের লোকজনের স্বাস্থ্য নিরাপত্তা এবং কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আত্মহত্যার মধ্যদিয়ে প্রতিটি মৃত্যুর ঘটনা দুঃখজনক। সময়ের পরিক্রমায় আমেরিকার সাধারণ মানুষের মধ্যে আত্মহত্যার প্রণতা বেড়েছে। সমাজে যা ঘটছে তা থেকে আমাদের সেনা সদস্যরা মুক্ত নয়।’

সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে দেশে দেশে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ডিউটিতে থাকা ৫ হাজার ১১৬ জন সেনা আত্মহত্যার মাধ্যমে মারা গেছে।

২০১১ থেকে ২০২০ সালের মধ্যে ন্যাশনাল গার্ডের এক হাজার ১৯৩ জন রিজার্ভ সেনা তাদের জীবন নিয়েছে। এই দুই বিভাগের আত্মহত্যার বিষয়ে ২০১১ সালের আগের কোনো রেকর্ড নেই।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement