আর্জেন্টিনায় হঠাৎ বেড়েছে করোনা সংক্রমণ, ছাড়িয়ে গেল স্পেন-জার্মানিকে
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মে ২০২১, ১২:০১
দু’দিন আগেও শীর্ষ তালিকার দশের মধ্যে ছিল না আর্জেন্টিনার নাম। কিন্তু শুক্রবার দেশটি স্পেনকে পেছনে ফেলে শীর্ষ দশে স্থান পায়। শনিবার এই অবস্থান জার্মানিকে পেছনে ফেলে আরো এক ধাপ এগিয়ে নবম হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আর্জেন্টিায় নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৩৯ হাজার ২০৭ জন। এ সময় মৃত্যু হয়েছে সাড়ে পাঁচ শ’র বেশি মানুষ। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩৭ লাখ দুই হাজার ৪২২ জন। এর মধ্যে মারা গেছে ৭৬ হাজার ৬৯৩ জন।
জানা গেছে, চলতি বছর এপ্রিলের শুরু থেকে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে। ২৯ এপ্রিল এক দিনে আক্রান্ত সংখ্যা সর্বোচ্চ ২৯ হাজার ছাড়ায়। এরপর কিছুটা কমতে থাকে। মে মাসের শুরুতে এই সংখ্যা ১১ হাজারের মধ্যে নেমে আসে। কিন্তু ১০ মের পর আবারো বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। ১৯ মে এই সংখ্যা ৩৯ হাজার ৬৫২ জন হয়। আর ২৭ মে প্রথমবারের মতো আর্জেন্টিনায় এক দিনে ৪১ হাজারের বেশি আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়।
দৈনিক আক্রান্তের এই গতি এখনো অব্যাহত রয়েছে। ফলে শনিবার সর্বাধিক আক্রান্ত দেশের শীর্ষ নবম স্থানে উঠে এসেছে আর্জেন্টিনা।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা