বহির্বিশ্বে চীনের আক্রমণাত্মক আচরণ বজায় রয়েছে : ব্লিঙ্কেন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মে ২০২১, ২৩:৩৯
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন বলেছেন, চীন সম্প্রতি বহির্বিশ্বে আক্রমণাত্মক আচরণ বজায় রেখেছে। তাদের আচরণে বিরোধিতাই বেশি ফুটে উঠেছে। স্থানীয় সময় রোববার এক টিভি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সিবিএস সংবাদ মাধ্যমের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হয় যে যুক্তরাষ্ট্র বেইজিংয়ের সাথে সামরিক সঙ্ঘাতে লিপ্ত হবে কিনা? উত্তরে ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র বা চীন কারোর স্বার্থেই আমাদের সঙ্ঘাতের কথা ভাবা উচিত নয়। আর যুদ্ধের জন্য পরিচালিত হওয়া বা প্রস্তুতি নেয়াও ঠিক হবে না।’
চীন কর্তৃক বহু বিলিয়ন ডলারের বাণিজ্য গোপনীতা ও মেধা সম্পদ চুরির ব্যাপারে ব্লিঙ্কেন বলেন, মেধা সম্পদ চুরির বিষয়ে বাইডেন প্রশাসনের উদ্বেগ রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন জি-৭ সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে এখন লন্ডনের রয়েছেন। চীনের আগ্রাসী নীতির বিষয়টি তাদের আলোচনায় প্রাধান্য পাবে।
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা