২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভয়াবহ সংক্রমণ ঠেকাতে ভারতে কয়েক সপ্তাহের শাটডাউন দরকার : ফাউচি

-

কোনো দেশই লকডাউন করতে চায় না। কিন্তু এখন ভারতের যে ভয়াবহ পরিস্থিতি তাতে অন্তত কয়েক সপ্তাহের জন্য ভারতজুড়ে শাটডাউন দেয়া দরকার। তবেই সংক্রমণের এ ধারা ভাঙা সম্ভব হবে। এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রে মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা অ্যান্টনি ফাউচি।

সাতজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ফাউচির।

ফাউচি শুক্রবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘‌আমি রাজনীতির লোক নই। কিন্তু ভারত এ পরিস্থিতি কিভাবে সামলাবে তা বেশ চিন্তার। ভারতের করোনা পরিস্থিতি সত্যিই ভয়াবহ। অক্সিজেনের জন্য হাহাকার চলছে। রোগীর পরিবারের আত্মীয়রা অক্সিজেনের জন্য কান্নাকাটি করছেন।

আমার মতে, এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে অন্তত কয়েক সপ্তাহের জন্য গোটা ভারতে শাটডাউন হওয়া দরকার। সাথে জরুরী ভিত্তিতে টিকা দেয়ার ব্যবস্থা থাকা দরকার। অসুস্থদের হাসপাতালে ভর্তি, অক্সিজেনের সঠিক জোগান ও ওষুধপত্রের প্রয়োজন। মানুষের শরীরের যত্ন সবার আগে নিতে হবে।’‌

এরপরই ফাউচি বলেছেন, ‘‌এখন যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়ে বেশ ভালো। অক্সিজেন, পিপিই, ভেন্টিলেটরের পর্যাপ্ত ব্যবস্থা আছে। কিন্তু ভারতের অবস্থা সত্যিই ভয়াবহ। বাকি দেশগুলোর ভারতের সাহায্যে এগিয়ে আসা উচিত। আর ওই উদ্যোগ শুরুও হয়েছে। একইসাথে সেনাবাহিনীর সাহায্য নেয়া প্রয়োজন। হাসপাতালের চিকিৎসা কাঠামোরও উন্নতি প্রয়োজন।’‌

ফাউচি জানান, ‘‌যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই ৬৫ বছরের ঊর্ধ্বে সবার টিকা দেয়া হয়ে গেছে। আর ৬৫–র মধ্যে যারা আছেন, তাদের একটি ডোজ নেয়া হয়ে গেছে।’‌

সবশেষে ফাউচি বলেছেন, ‘‌ভারতের এ ভয়ঙ্কর পরিস্থিতিতে সব দেশকে একজোট হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তবে পরিস্থিতি স্বাভাবিকও হবে। তার জন্য কয়েক সপ্তাহ শাটডাউন হওয়া দরকার।’‌

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement