গ্যাস নিঃসরণের হার অর্ধেকে কমানো সম্ভব : বাইডেন
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ এপ্রিল ২০২১, ০০:২৩
গ্যাস নিঃসরণের হার অর্ধেকে কমানো সম্ভব বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্যাসের নিঃসরণ ২০৩০ সালের মধ্যে ৫০ থেকে ৫২ শতাংশ কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার তিনি এ প্রতিশ্রুতি দেন।
সমীক্ষকদের ধারণা গ্যাস নিঃসরণের হার অর্ধেকে কমানো সম্ভব। তবে এ কাজটি দুরহ, কারণ রাজনীতি এ পথের প্রধান অন্তরায়। আর বর্তমান প্রযুক্তি এ লক্ষ্যের জন্য কোনো বাধা নয় বলে মনে করেন মার্কিন বিশেষজ্ঞরা।
তবে ‘আর স্ট্রিট’ পাবলিক পলিসি রিসার্চ সেন্টারের জ্বালানি বিশেষজ্ঞ, ফিলিপ রোসেটি বলেন, ওই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে অতি দ্রুত আমাদের পরিবর্তন আনতে হবে। যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণের মাত্রা কমছে, তবে প্রেসিডেন্ট বাইডেন যে লক্ষ্যমাত্রা দিয়েছেন, তার জন্য এ গতি নিতান্তই মন্থর।
সূত্র : ভয়েস অব আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা