ফেসবুকের বিরুদ্ধে 'ডিজিটাল স্বৈরতন্ত্রের' অভিযোগ ভেনিজুয়েলার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২১, ১৭:০৭
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অ্যাকাউন্ট ৩০ দিনের জন্য বন্ধ করে দেয়ার জেরে ফেসবুকের বিরুদ্ধে 'ডিজিটাল স্বৈরতন্ত্র' চালানোর অভিযোগ করেছে দেশটির যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়।
এর আগে শনিবার ফেসবুক কর্তৃপক্ষের এক মুখপাত্র ভেনিজুয়েলার প্রেসিডেন্টের অ্যাকাউন্ট করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গুজব ছড়ানোর অভিযোগে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন।
ফেসবুক মুখপাত্র বলেন, 'নীতিমালা বারবার লঙ্ঘনের কারণে আমরা পেইজটি ৩০ দিনের জন্য বন্ধ করে দিয়েছি। এই সময় তা শুধু পড়া যাবে।'
ভেনিজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের রোববারের বিবৃতিতে বলা হয়, 'আমরা ডিজিটাল স্বৈরতন্ত্র পর্যবেক্ষণ করছি যা বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিশ্বের দেশগুলোর ওপর প্রয়োগ করতে চায়।'
এর আগে নিকোলাস মাদুরোর ফেসবুক পেইজে কারাভাটভির নামে ভেনিজুয়েলার একটি ওষুধকে করোনাভাইরাস সংক্রমণ নিরাময়ে 'বিস্ময়কর প্রতিকার' হিসেবে বর্ণনা করে একটি ভিডিও প্রচারিত হয়।
সূত্র : ডেইলি সাবাহ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা