২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজ আর নেই

- সংগৃহীত

উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট তাবারে ভাজকুয়েজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তাবারে দু’দফা দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রোববার তিনি বাড়িতেই মারা যান।

উল্লেখ্য, তিনি একজন ক্যান্সার চিকিৎসক ছিলেন।

এক বিবৃতিতে তার তিন সন্তান আলভারো, জাভিয়ের ও ইগনাসিও ভাসকুয়েজ বলেন, গভীর বেদনার সাথে আমরা আমাদের প্রিয় পিতার মৃত্যুর কথা ঘোষণা করছি।

দেশটির প্রথম বামপন্থী নেতা তাবারেককে শেষ বিদায় জানাতে হাজার হাজার লোক মন্টিভিডিওর রাস্তায় নেমে আসে। এ সময় সন্তানরা তার কফিন বহন করছিল।

তাবারে ভাসকুয়েজ ২০০৫ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর পর ২০১৫ সালে তিনি পুনরায় প্রেসিডেন্ট হন এবং চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ক্ষমতায় থাকেন। তাবারে তার দেশকে এগিয়ে নিতে অনেক সংস্কার মূলক পদক্ষেপ নেন। ল্যাটিন আমেরিকার এ দেশটিতে ২০০৬ সালে প্রকাশ্যে তিনি ধূপমান নিষিদ্ধ করেন। এ উদ্যোগ ল্যাটিন আমেরিকায় প্রথম এবং বিশ্বে পঞ্চম। বাসস


আরো সংবাদ



premium cement