২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়ানোর পরই মাস্ক পরার আইন শিথিল করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

- সংগৃহীত

ব্রাজিলের করোনা আক্রান্তের সংখ্যা যখন ১৫ লাখ ছাড়িয়েছে ঠিক তখনই দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো জনসাধারণের মাস্ক পরার আইন শিথিল করেছেন। করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যায় ল্যাটিন আমেরিকার এই দেশটি এখন সারাবিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে এখন পর্যন্ত মারা গেছে ৬৪ হাজার ৩৬৪ জন মানুষ। অথচ বহুবার সমালোচিত এই প্রেসিডেন্ট শুক্রবার করোনা সংক্রমণ ঠেকাতে জনসমাগমসহ সকল স্থানে মাস্ক ব্যবহারের আইনে ভেটো দিয়েছেন।

ওই আইনের একটি শর্ত ছিল বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসমাগম হয় এমন স্থানগুলোতে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। কিন্তু বোলসোনারো ওই আইনকে অসাংবিধানিক বলে আখ্যায়িত করেছেন।

তবে প্রেসিডেন্টের এই মতামতের বিপরীতে ডেপুটিস অফ চেম্বার এই ধারাটিকে সংবিধানে সুরক্ষিত বলে জোর দেয়। শুধু তাই নয় সরকারি কর্তৃপক্ষ ব্যবসায়ী ও অর্থনৈতিকভাবে দুর্বল লোকদের মাঝে মাস্ক বিতরণের প্রস্তাবনায়ও প্রেসিডেন্ট ভেটো দিয়েছেন। সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement