মেক্সিকোয় রাস্তার পাশ থেকে ১৪ লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জুন ২০২০, ১৪:২৪, আপডেট: ২৭ জুন ২০২০, ১৩:৪৪
মেক্সিকো কর্তৃপক্ষ উত্তরাঞ্চলীয় জাকাটিকাস রাজ্যে রাস্তার পাশ থেকে ১৪টি লাশ উদ্ধার করেছে। এই এলাকায় ভয়ংকর অপরাধী চক্র তৎপর রয়েছে। আঞ্চলিক সরকার শুক্রবার এ কথা জানায়।
স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ছবিতে রাস্তার পাশে কম্বল দিয়ে মোড়ানো এবং টেপ দিয়ে আটকানো অবস্থায় দেখা যায় লাশগুলো।
জাকাটিকাসের কৌঁসুলি ফ্রান্সিসকো মুরিল্লো সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে চারজনের লাশ শনাক্ত করা হয়েছে, তারা জুয়ান আলদামা শহরের অদিবাসী। লাশ পাওয়া গেছে ১৫০ কিলোমিটার দূরে ফ্রেসনিল্লোতে। তিনি বলেন, অন্য লাশগুলো চেনা যাচ্ছে না, এসব লাশ বেশ কয়েকদিন আগের।
জাকাটিকাস যুক্তরাষ্ট্রে মাদক পাচারের প্রধান রুট। বিশেষজ্ঞদের মতে, এই এলাকায় মাদক পাচারে জড়িত স্থানীয় অন্তত তিনটি চক্র রয়েছে। এদের মধ্যে দুইটি শক্তিশালী গ্যাং রয়েছে।
বুধবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে প্রতিদ্বন্দ্বী সিনালোয়া গ্রুপের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। এর আগের শুক্রবার মেক্সিকো সিটি নিরাপত্তা প্রধান বন্দুক হামলায় আহত হয়েছেন। এ সময় তার দেহরক্ষী এবং এই স্থান দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক নারী মারা যান।
২০০৬ সালে মেক্সিকো সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান শুরুর করার পর থেকে এ পর্যন্ত ২ লাখ ৯০ হাজার লোকের মৃত্যু হয়েছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা