২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
করোনাভাইরাস

ব্রাজিলে ৫০ হাজার ছাড়ালো মৃতের সংখ্যা

- ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পর প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ সংক্রান্ত মৃত্যুর সংখ্যার দিক থেকে ৫০ হাজার ছাড়িয়ে গেল ব্রাজিল।

ব্রাজিলে ১০ লাখ শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে আগেই। বিশেষজ্ঞরা বলছে ব্রাজিলে এখনো সর্বোচ্চ সংক্রমণ বা পিক আসেনি।

এদিকে করোনাভাইরাসের উঠতি সংখ্যা ব্রাজিলে দমাতে পারেনি আন্দোলন। জেইর বলসেনারোর পদত্যাগ চেয়ে আন্দোলন চলছে দেশটিতে। হাজারো মানুষ জড়ো হয়ে রাস্তায় নেমেছে।

এই সরকার বিরোধী আন্দোলনের মূল দাবি জেইর বলসেনারোর অভিশংসন। জেইর বলসেনারোর বড় ছেলে গ্রেফতার হয়েছে দুর্নীতির অভিযোগে।

করোনা আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটিতে ২৩ লাখ ৫৬ হাজার ৭১৫ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। আর মারা গেছেন এক লাখ ২২ হাজার ২৪৮ জন। বিবিসি


আরো সংবাদ



premium cement