২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ব্রাজিলে একদিনেই করোনায় আক্রান্ত প্রায় ৩৫ হাজার মানুষ

- সংগৃহীত

ব্রাজিলে করোনা মহামারি শুরু পর দৈনিক হিসাবে মঙ্গলবার রেকর্ড সর্বোচ্চ সংখ্যক লোক করোনা আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায়, নতুন করে প্রায় ৩৫ হাজার লোক আক্রান্ত হয়েছে।স্বাস্থ্য মন্ত্রনালয় এ কথা জানায়। করোনায় মৃত্যু ও আক্রান্তের হিসাবে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্রাজিল।

দেশটিতে গত ২৪ ঘন্টায় ৩৪ হাজার ৯১৮ জন নতুন আক্রান্ত হয়েছে, এ সময় মারা গেছে ১ হাজার ২৮২ জন। ব্রাজিলে মোট আক্রান্ত ৯ লাখ ২৩ হাজার এবং মোট মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার ২৪১।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রধান ব্রাজিল পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার প্রধান কারিসা ইতেনি

সংবাদ সম্মেলনে বলেছেন, গোটা মহাদেশে মোট আক্রান্তের ২৩ শতাংশ এবং মোট মৃত্যুর ২১ শতাংশ ব্রাজিলের। দেশটিতে সংক্রমন কমছে না। বাসস


আরো সংবাদ



premium cement