ইকুয়েডরে করোনায় মৃত্যু : মর্গে ঠাঁই নেই, বাথরুমে লাশের স্তুপ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ এপ্রিল ২০২০, ১৭:১৫
লাতিন আমেরিকায় করোনা আক্রান্ত ইকুয়েডরিয়ান সিটি গুয়াওকুইলের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পরায় সম্মুখ সারির ডাক্তার ও চিকিৎসাকর্র্মীরা সেখানকার প্রতিদিনের ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছেন।
স্বাস্থ্য কর্মীরা বলেছেন, গুয়াওকুইলের একটি হাসপাতালে করোনা রোগী উপচে পড়ছে, হাসপাতালের মর্গ লাশে পূর্ণ হয়ে যাওয়ায় কর্মীরা মৃতদেহ বাথরুমে স্তুপ করে রাখছেন।
অপর এক মেডিক্যাল ছাত্র এএফপিকে বলেন, ডাক্তাররা মৃত্যু পথযাত্রীদের জন্য বেড ছেড়ে দিতে মৃতব্যক্তির লাশ দ্রুত সরিয়ে স্তুপ করে রাখছেন।
ইকুয়েডরে ২৩ হাজার লোক করোনা আক্রান্ত হয়েছে, মারা গেছে প্রায় ৬০০ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গুয়াওকুইল সিটি। সরকারী হিসাবের চেয়ে প্রকৃত মৃতের সংখ্যা অনেক বেশী।
নাম প্রকাশে অনিুচ্ছুক এক নার্স (৩৫) বলেছেন, ব্যক্তিগত এবং পেশাগতভাবে তিনি ট্রমায় আক্রান্ত। মার্চ মাসের শুরু থেকেই এখানে স্বাস্থ্য পরিস্থিতি ভেঙ্গে পড়ে। এ সময় একজন নার্সকে ১৫ থেকে ৩০ জন রোগীর পরিচর্যা করতে হতো। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা