কুমির বাহিনীর দখলে সমুদ্র সৈকত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ এপ্রিল ২০২০, ২০:২৮
বিশ্ব জুড়ে করোনাভাইরাসের আতঙ্কে মানুষ ঘরবন্দি। এই অবস্থায় বিশ্বের নানান প্রান্ত থেকে এমন সব ছবি উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে, বন্যপ্রাণীরা সেই সব জায়গায় ঢুকে পড়ছে যা তারা আগে এড়িয়ে চলত। তেমনই ছবি উঠে এল মেক্সিকো থেকে। সেখানে একটি সৈকতে প্রায় কয়েক দশক পর কুমিরের আনাগোনা শুরু হয়েছে।
মেক্সিকোর স্থানীয় এক সংবাদপত্র জানিয়েছে, অক্সাকা-র লা ভেন্টানিলা নামে একটি ইকোট্যুরিজম রিসোর্ট রয়েছে। এখানে প্রচুর কুমিরের বসবাস। কিন্তু তারা মানুষের সাহচর্য এড়িয়েই চলত, তাই সৈকত এলাকায় তাদের দেখা যেত না। কিন্তু লকডাউনের জেরে সৈকত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, এখন পুরো ফাঁকা।
পর্যটক-শূন্য এই সৈকত এখন একপ্রকার কুমিরদের দখলে চলে গিয়েছে। তারা সৈকতে শুয়ে বিশ্রাম করছে, রোদ পোহাতে দেখা যাচ্ছে তাদের। এমন বেশ কয়েকটি ছবিও সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে।
তবে এটাই মেক্সিকোর একমাত্র জায়গা নয় যেখানে কুমিররা ‘দখল’ নিয়েছে। সংবাদপত্র দ্য সান জানিয়েছে, মেক্সিকোর সব হোটেল, রিসর্ট, সৈকত বন্ধ থাকায় পশু-পাখিরা বিনা বাধায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কুমিরও উঠে আসছে মাঝে মধ্যে। আনন্দবাজার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা