মেক্সিকোয় বিমান দুর্ঘটনায় আহত ৮৫
- এএফপি
- ০১ আগস্ট ২০১৮, ১০:১৯
মেক্সিকোর উত্তরাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় ৮৫ জন আহত হয়েছে। প্রচন্ড শিলাবৃষ্টি চলাকালে উড্ডয়নের সময় বিমানটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানটিতে আগুন ধরে যায়। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
ডুরাঙ্গোর গভর্নর জোসে রোসাস এক টুইটার বার্তায় বলেন, ‘ফ্লাইট এএম২৪৩১ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।’ ডুরাঙ্গোতে এ ঘটনা ঘটে।
যাত্রীদের বরাত দিয়ে রোসাস মিলেনিও টিভিকে বলেন, বিমানটি উড়ার সময় ‘অস্বাভাবিকভাবে’ চলতে থাকে এবং ‘তখনই দুর্ঘটনাটি ঘটে।’
এ ঘটনায় সামান্য আহত যাত্রীরা বিমান থেকে দ্রুত নেমে যায় এবং একটি ফাঁকা স্থানে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় পুরো স্থানটি ধোঁয়ায় ঢেকে যায়।
ডুরাঙ্গোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র আলেজান্দ্রো কার্ডোজা মিলেনিও টিভিকে বলেন, ‘এ ঘটনায় আনুমানিক ৮৫ জন আহত হয়েছে।’
শিলাবৃষ্টির মধ্যেই বিমানটি উড্ডয়নের চেষ্টা করা হয়। কিন্তু অস্বাভাবিকতা দেখা দেয়ায় ডুরাঙ্গো বিমানবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি মাঠে বিমানটিকে জরুরিভাবে অবতরণ করানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা