০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১, ৮ শাবান ১৪৪৬
`

ব্রাজিলে ব্যস্ত সড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ২

দুর্ঘটনায় ধ্বংস হওয়া বিমান। - ছবি : সংগৃহীত।

ব্রাজিলের সাও পাওলোর একটি ব্যস্ত সড়কে আছড়ে পড়েছে ছোট একটি বিমান। আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম সিএনএন ব্রাজিল জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটে সাও পাওলোর বারা ফুন্দার মারকিউস দে সাও ভিসেন্তেতে বিমানটি বিধ্বস্ত হয়।

মিলিটারি পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পর বিমানের ভেতর থাকা দুজন পুড়ে নিহত হন। এছাড়া আহত হন ছয়জন। যার মধ্যে এক মোটরসাইকেল চালক ও বাসযাত্রী আছেন। দুজরের শরীরে আঘাত হানে বিমানের ধ্বংসাবশেষ।

তবে বিমানের যে দুজন মারা গেছেন তারা কি ক্রু নাকি যাত্রী ছিলেন সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, ছোট বিমানটি মহাসড়কে প্রচণ্ড গতিতে আছড়ে পড়েছে। এরপর এটি মহাসড়কে ছিটকে যায়। ওই সময় অল্পের জন্য রাস্তার জ্যামে আটকে থাকা অসংখ্য গাড়িতে আঘাত হানেনি এটি। বিধ্বস্তের সাথে সাথে বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের নিকটবর্তী সান্তা কাসা দে মিসেরিকোর্দিয়া ও উপা সান্তানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ছোট দুই ইঞ্জিনের কিং এয়ার প্লেন বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলের রিও গ্র্যান্ডে দো সুইয়ের পোর্তো অ্যালার্গেতে যাচ্ছিল। এটি শুক্রবার সকালে কাম্পো দে মার্তে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। তবে বিধ্বস্ত হওয়ার কয়েক মিনিট আগে বিমানটি কন্ট্রোল টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


আরো সংবাদ



premium cement
সুনামগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ২ ঐতিহ্যের পতন : আওয়ামী লীগের জন্য সামনে কী অপেক্ষা করছে? সারাদেশে সহিংস ভাঙচুর : সরকারকে কার্যকর ভূমিকা নেয়ার আহ্বান টিআইবির ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে কী ঘটেছিল গাজীপুরে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩ ইসরাইলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রাণিসম্পদ গবেষণা জুড়ে বার্ড ফ্লু’র থাবা, নির্বিকার কর্তৃপক্ষ ট্রাম্পের ইউএসএআইডি কর্মীদের ছুটিতে পাঠানোর পরিকল্পনা স্থগিত বঙ্গবন্ধু শেখ মুজিব বাদ দিয়ে বিএসএমএমইউর নতুন ব্যানার

সকল