নিকারাগুয়ায় অভিবাসীবাহীদের নৌকাডুবিতে শিশুসহ মৃত্যু ৫
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২২
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ার কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, ১৭ জন অভিবাসী বহনকারী একটি নৌকা দেশটির উপকূলীয় এলাকায় ডুবে গেছে। এসে দুই শিশুসহ কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।
নিকারাগুয়ার সান জোস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো জানান, অভিবাসী বহনকারী নৌযানটি আগের দিন ভারত, ইরান, মিসর ও ভিয়েতনামের অভিবাসীদের নিয়ে কলম্বিয়ার দ্বীপ সান আন্দ্রেস থেকে ছেড়েছিল।
মুরিলো স্থানীয় গণমাধ্যমকে টেলিফোনে জানান, নিকারাগুয়া ক্যারিবিয়ান উপকূলের কর্ন দ্বীপপুঞ্জের কাছে নৌকাটি ডুবে গেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মৃতদের মধ্যে মিসরের দুই শিশু রয়েছে।
আটজন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে এবং তিনজন নাবালক এবং একজন প্রাপ্তবয়স্ক নিখোঁজ রয়েছে।
দক্ষিণ থেকে মধ্য আমেরিকায় ড্যারিয়েন জঙ্গলের মধ্য দিয়ে বিপজ্জনক স্থলপথ পারাপারের বিকল্প হিসেবে কিছু মার্কিন অভিবাসীরা সান আন্দ্রেস এবং নিকারাগুয়ার মধ্যবর্তী সমুদ্রপথ ব্যবহার করেন।
সূত্র : বাসস