০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

ব্রাজিলে সেতু ধসে নিহত বেড়ে ১০

ব্রাজিলে সেতু ধসে নিহত বেড়ে ১০ - সংগৃহীত

ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি সেতু ধসে পড়ায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। ব্রাজিল কর্তৃপক্ষ শুক্রবার এ খবর জানিয়েছে।

গত রোববার টোকান্টিন্স ও মারানহাও রাজ্যকে সংযোগকারী জুসেলিনো কুবিৎসচেক ডি অলিভেইরা সেতুটি ধসে পড়ে। সেতুটি ধসের ফলে যানবাহন এবং যাত্রীরা পানির নিচে ডুবে যায়।

ব্রাজিলের নৌবাহিনী ওই এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছিল। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার (৩.৭ মাইল) দূরে একজনের লাশ এবং শুক্রবার টোকান্টিনস নদীতে অপর আরেকজনের লাশের সন্ধান পায়।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছে।

নৌবাহিনী একটি বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার তারা আটজন নিহত এবং নয়জনের নিখোঁজের সংখ্যা হালনাগাদ করে।

সেতু ধসে পড়ার পর ৭০ জন উদ্ধারকারী প্রায় এক সপ্তাহ অনুসন্ধান চালিয়েছিল। একটি হাইপারব্যারিক চেম্বার ব্যবহার করে ডুবুরিরা ৩০ মিটার (১০০ ফুট) এর বেশি গভীরতায় অনুসন্ধান চালায়।

মঙ্গলবার ব্রাজিল সরকার সতর্ক করেছিল, টোকান্টিন্স নদীতে সালফিউরিক অ্যাসিড বহনকারী দু’টি ট্রাক পড়ে যায়, এতে সালফিউরিক অ্যাসিডে নদীর পানি দূষিত হতে পারে।

দুর্ঘটনায় জড়িত তৃতীয় একটি ট্রাক কীটনাশক বহন করছিল।

ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র বলেন, ধসের পর তিনটি ট্রাকের ট্যাঙ্কই অক্ষত রয়েছে।

প্রায় ৫০০ মিটার (এক হাজার ৬৪০ ফুট) লম্বা জুসেলিনো কুবিৎসচেক সেতুটি তৈরি হয়েছিল ১৯৬০ সালে।

কর্মকর্তারা বলেছেন, ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লব ও আমাদের অর্থনীতি কক্সবাজারে ২৮ মামলার আসামি আশিক গ্রেফতার জাবিতে ছাত্রদলের আয়োজনে 'শহীদ নাফিসা উইমেন্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট' শুরু জুলাইয়ের ইতিহাস বিকৃত হতে দিবে না জামায়াত : ডা: শফিকুর রহমান নোয়াখালীতে গুলিসহ গ্রেফতার ১ আগরতলায় বাংলাদেশের ভিসা কার্যক্রম শুরু, প্রথম দিনে ১২০টি আবেদন সমালোচনা আর চাপের মুখে সরকারের সামনে যে ৬ চ্যালেঞ্জ সন্তানহারা চিকিৎসক দম্পত্তি প্রতিষ্ঠা করলেন ক্যানসার ফাউন্ডেশন তিস্তা এখন উত্তরাঞ্চলের কান্না : দুলু রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে : হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে ‘দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন

সকল