২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিফুড উৎসব  

-

শীতের মৌসুমকে লক্ষ্য করে আমারি ঢাকা আয়োজন করেছে আকর্ষণীয় সামুদ্রিক খাবারের উৎসব। বিশেষ এই উৎসবে আমারির শেফ প্রধান হাসান নিয়ে আসছেন হরেক পদের আকর্ষণীয় সামুদ্রিক খাবার। উৎসব চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।
চাইনিজ, থাই, জাপানিজ, ইন্ডিয়ান, ইতালিয়ান স্টেশনজুড়ে থাকছে এই সামুদ্রিক খাবারের মেলা। শেফ হাসান আমারি ঢাকার দক্ষ সব শেফদের নিয়ে তৈরি করছেন চিনিস চাইনিজ ফিশ, আসায় পর্বন কারি, লেবানিজ ফিশ হারা, স্প্যানিশ সিফুড পায়েলা, ইন্ডিয়ান ফিশ বিরিয়ানি, ফিশ কোলিয়াডা ও আরো বাহারি পদের সামুদ্রিক ফুডের বিশেষ মেনু। পাশাপাশি সামুদ্রিক সালাদ তো থাকছেই। অতিথিরা তাজা সব সামুদ্রিক আইটেম থেকে বেছে নিতে পারবেন নিজের পছন্দের খাবার পছন্দ সসের সাথে। ডিনার ব্যুফের মূল্য পড়বে জনপ্রতি পাঁচ হাজার টাকা। এর সাথে একটি কিনলে আরেকটি ফ্রি বুফে অফার তো থাকছেই।


আরো সংবাদ



premium cement

সকল