আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সম্মাননা প্রদান
- ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০
সমাজের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ১৭ জন নারীকে ‘আলোকিত নারী সম্মাননা স্মারক ২০১৯’ প্রদান করা হয়েছে। গত শনিবার রাজধানীর গুলশান নর্থ ক্লাবে আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
আলোকিত নারী সম্মাননা পাওয়া নারীরা হলেনÑ চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব অপু বিশ্বাস, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, অধ্যাপক ড. শামীমা নাসরিন শাহেদ, সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, বিলাসী বি প্লাস লিমিটেডের চেয়ারপারসন শিরিন সুলতানা, অপরাজয়া২৪.কমের চেয়ারম্যান মমতাজ ভিরানী, সাংবাদিক লাবণ্য লিপি, নৃত্যশিল্পী বারিশ হক, তরুণ ও নবীন উদ্যোক্তা দিলসাদ শম্পা, সঙ্গীতশিল্পী নাসরিন জাহান, উদ্যোক্তা আফরোজা খানম মুক্তা, উদ্যোক্তা মাসুমা খাতুন শাম্মী, উই বিডির চেয়ারপারসন শারমিন আক্তার সাজ, নারী উদ্যোক্তা মাহাবুবা কবির চৌধুরী, নারী উদ্যোক্তা তানিয়া খান, নারী উদ্যোক্তা ও সমাজসেবিকা মেহেরুন্নিসা মেহেরিন, নির্মাতা নানজীবা খান। আলোকিত নারী ফাউন্ডেশনের চেয়ারপারসন শারমিন সেলিম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক কল্পনা রাজিউদ্দিন, সঙ্গীতশিল্পী শুভ্র দেবসহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা।