২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়ার সুযোগ

-

আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ ছাড়াও পড়াশোনা শেষে স্বল্প সময়ের মধ্যে অভিবাসী হওয়ার সুযোগ ছাড়াও আরো নানাবিধ সুযোগ-সুবিধা থাকায় উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার রয়েছে বিরাট চাহিদা। বাংলাদেশের শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছে অস্ট্রেলিয়ান এডুকেশন কনসালটেন্ট প্রতিষ্ঠান অস-ব্যান (Aus-Ban)। সম্প্রতি অস-ব্যান থেকে মাত্র ১৭ দিনে অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পেয়ে ইতোমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে গেছেন নাজমুল হোসেন। আইএলটিএস ৫.৫ প্রাপ্ত নাজমুল অ্যাডভান্স ডিপ্লোমা ইন আর্কিটেকচারের ওপর পড়াশোনা করবেন। গত বৃহস্পতিবার অস-ব্যান এর ফার্মগেট ব্রাঞ্চ অফিস থেকে নাজমুলের হাতে অস্ট্রেলিয়া যাওয়ার স্টুডেন্ট ভিসা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান এডুকেশন কনসালটেন্টের চেয়ারম্যান গোলাম কুদ্দুস মোল্লা, ঢাকা ইমপেরিয়াল কলেজের সহযোগী অধ্যাপক আবদুস সালাম, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আখলাখ উদ্দিন। অস্ট্রেলিয়া থেকে অনলাইনে অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়ান এডুকেশন কনসালটেন্টের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল আলম। - বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement