২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মহাখালীতে চালু হলো পশু জবাইখানা

-

ডিএনসিসির প্রতিটি অঞ্চলে অন্তত একটি করে পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত পশু জবাইখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র মো: জামাল মোস্তফা গত ৬ ডিসেম্বর রাজধানীর মহাখালীতে একটি স্বাস্থ্যসম্মত পশু জবাইখানা উদ্বোধন করেন। ডিএনসিসির অঞ্চল-৩-এর মহাখালী কার্যালয়ের পাশে নির্মাণ করা হয়েছে এই পশু জবাইখানা। উদ্বোধন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র বলেন, বর্তমানে যেভাবে যত্রতত্র পশু জবাই করা হয় তা বন্ধ করা প্রয়োজন। কারণ এটি পরিবেশসম্মত নয়, আবার সেই গোশতও স্বাস্থ্যসম্মত নয়। মহাখালী পশু জবাইখানাটি গোশত ব্যবসায়ীসহ অন্যরাও ব্যবহার করতে পারবেন। স্বাস্থ্যসম্মত এই জবাইখানায় একজন পশু চিকিৎসক ও একজন পরিদর্শক থাকবেন। জবাইকৃত পশুর গোশত সরবরাহের আগে স্বাস্থ্যসম্মত কিনা তা নিশ্চিত হয়ে ডিএনসিসির সিল দেয়া হবে। এর ফলে নগরবাসী গোশত কিনে প্রতারণার শিকার থেকে রেহাই পাবেন। প্রতিদিন ভোর ৪টা থেকে পশু জবাইখানা খোলা থাকবে।


আরো সংবাদ



premium cement