২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাইজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

নাইজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত - সংগৃহীত

নাইজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

সোমবার পশ্চিম নাইজারের দোসো শহরের ঢোকার পথে এবং সেইতি গ্রামে এই দুটি দুর্ঘটনা ঘটে।

দেশটির জাতীয় টেলিভিশন জানায়, এ দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা কিওতা শহর থেকে ফিরছিলেন, যেখানে তারা নবী সা:-এর জন্ম উপলক্ষে আয়োজিত মিলাদে গিয়েছিলেন।

হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় ওই অঞ্চলের গভর্নর জেনারেল ইরো ওউমারো বলেন, দুটি দুর্ঘটনাই ঝুঁকিপূর্ণ ও বিপুল যাত্রীবাহী যানবাহনের কারণে হয়েছে।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement